শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ৭৫ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ১৪ জন শিক্ষানবিশ চিকিৎসক রয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ওই ৭৫ শিক্ষার্থীর শৃঙ্খলাভঙ্গের ধরণভেদে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত বহিষ্কার করা হয়। এছাড়া ১১ শিক্ষার্থী থেকে মুচলেকা নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জসীম উদ্দিন। তিনি জানান, চমেকে বিভিন্ন সময় যেসব ঘটনা ঘটেছে, এর প্রেক্ষিতে কর্তৃপক্ষ বিভিন্ন মেয়াদে ৭৫ জনকে বহিষ্কার করেছে। এর মধ্যে ১৪ জন শিক্ষানবিশ চিকিৎসক রয়েছে।
সর্বশেষ গত বছরের ১৬ মার্চ চার শিক্ষার্থীকে হোস্টেলে বেঁধে নির্যাতনের অভিযোগে ৭ জনকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ।
পূর্বকোণ/পিআর