চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দুদকের মামলায় চট্টগ্রাম আদালতে সাবেক এমপি বদি

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৪ | ৩:০৩ অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে তাকে আনা হয়। ঐ মামলায় আজ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য ছিল।

 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) চট্টগ্রাম বিভাগীয় মো. মুফিজ উদ্দিন জানান, তাকে ২০০৮ সালের দুদকের একটি মামলায় আদালতে আনা হয় বলে জানান তিনি।

 

বাদীপক্ষের আইনজীবী এড. রফিক জনান, এটি ২০০৮ সালের মামলা। তিনি তখন পৌরসভার দায়িত্বে ছিলে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে মামলাটি দায়ের করে দুদক। আজ সাক্ষীগ্রহণের দিন ছিল। দুদকপক্ষে দুইজন ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট