চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সদরঘাটে ছিনতাইয়ের অভিযোগে ২ যুবককে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৪ | ১:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। তারা হলো- শরীফ (৩০) ও ইমরান (২২)।

 

রবিবার (২৭ অক্টোবর) রাত ১১ টায় বাংলাবাজার রেললাইনের পাশে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ আহমেদ। তিনি জানান, বাংলাবাজার রেললাইনের পাশে দুই যুবককে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত দুই যুবক ছিনতাই চক্রের সদস্য বলে জানান স্থানীয়রা। রাত সাড়ে ১০ টার দিকে মোবাইল ছিনতাই করার সময় তাদের গণপিটুনি দিয়েছে। চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, শনিবার (২৬ অক্টোবর) এই দুই যুবক একজনকে ছুরি মেরে ছিনতাই করে। গতকাল রবিবার তাদের পাওয়া মাত্রই তাদের ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় কোন অভিযোগ পায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট