চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে বেশি দামে ডিম বিক্রিসহ নানা অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেবনাথ।
উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, যথাযথভাবে হালনাগাদকৃত মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা এবং অতিরিক্ত মুল্যে ডিম বিক্রি করায় মেসার্স শাহজাহান স্টোরকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, নিজেদের মধ্যে ডিম হস্তান্তর করে মূল্যবৃদ্ধি করা এবং অতিরিক্ত মুল্যে ডিম বিক্রি করায় মেসার্স বিছমিল্লাহ ট্রেডার্সকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অপরদিকে আসাদগঞ্জ এলাকায় ডাইং রঙ, কয়লার গুঁড়ো অতিনিম্নমানের শুকনো মরিচের সাথে মিশ্রণ করে গুঁড়ামরিচ প্রস্তুত, প্রক্রিয়াকরণ করায় পূর্বে সীলগালাকৃত আরিফের ক্রাসিং মিলটি ৩০ হাজার টাকা জরিমানা করে খুলে দেওয়া হয়।
পূর্বকোণ/পিআর/পারভেজ