চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মহাসড়কের নিরাপত্তায় অভিযান, ১৩ যানবাহনকে জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

২২ অক্টোবর, ২০২৪ | ১০:৩৭ অপরাহ্ণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ উপলক্ষে চট্টগ্রাম সিটি গেইট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. আলাউদ্দিন।

 

তিনি জানান, মঙ্গলবার (২২অক্টোবর) রুট পারমিট ছাড়া যানবাহন চালানো, ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ এবং হেলমেট বিহীন মোটরযান চালানোসহ অন্যান্য অপরাধে সড়ক পরিবহন আইনে ১৩টি মামলায় মোট ৪২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

অভিযানে বিআরটিএ চট্টগ্রামের পক্ষে উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক মো. ফাহাদ শিকদার, বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা এবং আকবর শাহ থানার পুলিশ সদস্য।

 

মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট মো. আলাউদ্দিন।

 

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট