চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৪ | ২:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের ইপিজেডে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. সাদেকুল ইসলাম (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার সাদেকুল ইসলাম কক্সবাজারের মহেশখালীর সিকদারপাড়া এলাকার মো. ফরিদুল আলমের ছেলে।

র‍্যাব জানায়, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১২টায় ওই ছাত্রকে রুমে নিয়ে যান সাদেকুল। পরে সেখানে তাকে বলাৎকার করা হয়। শিশুটি অসুখ হয়ে পড়লে অভিভাবকদের ফোন করেন মাদ্রাসা শিক্ষক সাদেকুল। তারপর বাড়ির লোকজন শিশুটিকে বাড়িতে নিয়ে যায়। ওই সময় শিশুটি তার পরিবারকে সব কিছু খুলে বলে। পরে ২১ অক্টোবর ওই শিক্ষকের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা করে শিশুটির বাবা। গ্রেপ্তার শিক্ষাককে থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট