চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম বন্দরে ২৬ যানবাহনকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৪ | ৯:৩২ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে তিনটি প্রতিষ্ঠানের ২৬ যানবাহনকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছ বিআরটিএ।

 

রবিবার (২০ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন।

 

জানা যায়, ফিটনেস হালনাগাদ না থাকায় মেসার্স বশির আহমেদের প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা, ট্যাক্স টোকেন হালনাগাদ না থাকায় ফজলে এন্ড সন্সকে ৮০ হাজার টাকা ও রুট পারমিট না থাকায় এফ কিউ খান ব্রাদার্সকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানে বিআরটিএ চট্টগ্রামের পক্ষে ছিলেন বিআরটিএ চট্টমেট্রো -১ সার্কেলের মোটরযান পরিদর্শক ফাহাদ শিকদার, বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের বেঞ্চ সহকারি আল-ফরহাদ ও এমিল চাকমা। অভিযানে সার্বিকভাবে সহযোগিতা করেন বন্দর থানা পুলিশ ও ট্রাফিক জোন বন্দর ।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট