চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৪ | ৯:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. শিপন মিয়া (২৮) ও মো. শাকিল (১৯)।

 

শুক্রবার (১৮ অক্টোবর) রাত ৮টায় মুনসুর মার্কেট এলাকার রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) (নি:) মো. রাজ্জাকুল ইসলাম। তিনি জানান, গতকাল রাতে মুনসুর মার্কেটের বিপরীতে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে কেএসআরএম কোম্পানির আমদানি করা স্ক্র্যাপের (লোহা) একটি গাড়িতে ডাকাতি করার জন্য দুষ্কৃতিকারীরা প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়।

 

এ সময় তাদের কাছে থেকে ১টি টিপছোরা, ১টি স্টিলের বড়ো ছুরি, ১টি স্টিলের ছোটো ছুরি , ১টি কার্টার এবং ঘটনাস্থলে ছড়ানো-ছিটানো ১টি এসএস পাইপ, একটি হকি স্টিক, তিনটি বড়ো কাঁচি, ১টি কাটার প্লাইয়ার্স উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট