চট্টগ্রামের পাহাড়তলীতে এন মোহাম্মদ ট্রেডিং নামে একটি পাথরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় নগরীর দক্ষিণ কাট্টলীতে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার পর থানায় একটি মামলা দায়ের করেছেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার আরিফ মঈনুদ্দীন। মামলা দায়েরের পর পুলিশ প্রধান আসামি মামুন আলী প্রকাশ কিং আলীকে (৪৭) গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালে নোয়াখালীর আতাহার ইশরাক সাবাব চৌধুরী থেকে চুক্তিতে জমি নিয়ে এন মোহাম্মদ ট্রেডিংয়ের অফিস শুরু করে মালিক। গত ১৬ সেপ্টেম্বর আসামিরা দলবল নিয়ে ওই অফিসে এসে মালামাল লুট ও অফিসের লোকজনকে উচ্ছেদ করার হুমকি দেয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে তারা ফের এসে অফিসে থাকা মালামাল লুট, স্টাফদের মারধর এবং চাঁদা দাবি করে অফিসটি দখলে নেয়। এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার বাদী আরিফ মঈনুদ্দীন জানান, প্রধান আসামির নেতৃত্বে আমাদের অফিসে লুটপাট চালানো হয় এবং এখনো অফিসটি তাদের দখলে আছে। এর সঠিক বিচার চাই আমরা।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, এন মোহাম্মদ ট্রেডিংয়ে লুটপাট ও হামলা অভিযোগে একটি মামলা হয়েছে। এ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পূর্বকোণ/পিআর/এএইচ