নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রাম নগরীর খুলশী মার্ট সুপারশপ এবং স্বপ্ন সুপারশপকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এই দুটি সুপারশপে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং কৃষি বিপণন অধিদপ্তর।
এ সময় বিক্রয়ের জন্য প্রদর্শিত বিভিন্ন কৃষি পণ্যের মূল্য তালিকা না থাকা, একই পণ্যের ভিন্ন মূল্যে বিক্রয় করাসহ নানা অনিয়মের অভিযোগে খুলশী মার্ট সুপারশপকে ৫ হাজার টাকা ও স্বপ্ন সুপারশপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন এবং কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জী উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এএইচ