নগরীর খুলশী হিল আবাসিক এলাকার দুটি ভবনের নিচে জমাটবদ্ধ পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।
এদিকে চসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশ বিস্তার রোধে নগরীর বিভিন্ন বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবনে জরিপ করা হচ্ছে। এক্ষেত্রে টায়ার, ডাবের খোসা, ফুলের টবসহ সম্ভাব্য সব জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করার জন্য সচেতনতা সৃষ্টি করছে চসিক।
পূর্বকোণ/আরআর/পারভেজ