চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সেবা মাসে লায়ন হাংগার সাব-কমিটির খাবার বিতরণ

৮ অক্টোবর, ২০২৪ | ৯:৪৭ অপরাহ্ণ

সেবা মাস উপলক্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, জেলা গর্ভনর কর্তৃক অক্টোবর সেবা মাস উপলক্ষে গঠিত হাংগার সাব-কমিটির আয়োজনে মাসব্যাপী ক্ষুধার্তদের মাঝে খাদ্য বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে নগরীর পুরাতন রেল স্টেশনে ভাসমান মানুষের মাঝে সকালের খাবার বিতরণ করা হয়েছে।

উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল এম জে এফ, কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল আহমেদ চৌধুরী, হাংগার চেয়ারপার্সন লায়ন সাব্বির আহমেদসহ আরও উপস্থিত ছিলেন লায়ন আশরাফুল আলম আরজু এম জে এফ, লায়ন জাহাঙ্গীর আলম জোসেফ, লায়ন সৈয়দ মোস্তফা কামাল পাশা, লায়ন স্বপন বিশ্বাস, লায়ন ইঞ্জিনিয়ার মুজিব, লায়ন আব্দুল্লাহ নুরুলদীন, লায়ন শওকত, লায়ন শেখর দত্ত প্রমুখ।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট