চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

নিবন্ধন ছাড়া যানবাহন চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা গুনল সাইফ পাওয়ারটেক

নিজস্ব প্রতিবেদক

৮ অক্টোবর, ২০২৪ | ১০:৪১ অপরাহ্ণ

নিবন্ধনবিহীন প্রাইম মুভার চালানোর অভিযোগে সাইফ পাওয়ারটেককে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ( বিআরটিএ )।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে সাইফ পাওয়ারটেকের গ্যারেজে এ অভিযান পরিচালনা করে মোটরযান নিয়ন্ত্রণ সংস্থাটি।

 

চট্টগ্রাম বন্দরে নিবন্ধনবিহীন অবৈধ গাড়ি চলাচল বন্ধে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথ অভিযানটি পরিচালনা করে।

 

বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. আনোয়ার হোসেন বলেন, নিবন্ধন ছাড়াই সাইফ পাওয়ারটেক তাদের প্রাইম মুভারগুলো পরিচালনা করছে।

 

তিনি বলেন, বন্দরের অভ্যন্তরে প্রতিষ্ঠানটির গাড়ি রক্ষণাবেক্ষণ স্থানে অভিযান পরিচালনা করে নিবন্ধন না থাকায় প্রতিটিকে ৩০ হাজার করে ১০টি প্রাইম মুভারের জন্য মোট তিন লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপু।

 

ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপু বলেন, বন্দরের অভ্যন্তরে প্রতিষ্ঠানটির বেশকিছু গাড়ি চলাচল করে। সেগুলোর মধ্যে নিবন্ধনবিহীন ১০টি প্রাইম মুভারকে প্রতিটি ৩০ হাজার টাকা করে তিন লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সাইফ পাওয়ারটেকের প্রতিনিধিদের দ্রুত সময়ের মধ্যে তাদের যানবাহনগুলোর নিবন্ধন করারও নির্দেশনা দেয়া হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট