চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চমেক হাসপাতালে ঘোরাঘুরি, আটকের পর জানা গেল তারা দালাল

নিজস্ব প্রতিবেদক

৫ অক্টোবর, ২০২৪ | ১০:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সাতকানিয়ার দক্ষিণ চরতি গ্রামের মৃত খোগেন্দ্র দাসের ছেলে বাদল দাস (৫১), সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকার মধ্যম সলিমপুরের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন (৩৫) এবং নোয়াখালীর সোনাইমুড়ি থানার নাটেশ্বর হাজী বাড়ির মৃত খেফায়েত উল্ল্যাহর ছেলে মোশারফ হোসেন (৩৪)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক জানান, সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল তিন ব্যক্তি। তারা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো। তাদের আটকের পর আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট