চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন তরুণ-তরুণী, পরিচয় অজানা

সীতাকুণ্ড সংবাদদাতা

৫ অক্টোবর, ২০২৪ | ৯:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সীতাকুণ্ডের শুকলালহাট ও মিরসরাইয়ের মস্তাননগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস বাড়বকুণ্ড শুকলালহাট এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাতনামা এক তরুণী (২২) ট্রেনে কাটা পড়ে মারা যান। অপরদিকে বিকাল সাড়ে ৫টায় মিরসরাইয়ের মস্তাননগর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান এক যুবক (২৩)।

খবর পেয়ে সীতাকুণ্ড জিআরপি থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।

সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, সীতাকুণ্ডের শুকলালহাট এলাকায় রেলে কাটা পড়ে এক তরুণী এবং মিরসরাইয়ের মস্তাননগরে এক তরুণীর মৃত্যু হয়। আমাদের ফাঁড়ি এলাকায় ঘটনা হওয়ায় দুটি লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি। তাদের নামপরিচয় এখনো পাওয়া যায়নি। তবে আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। এই ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলা হবে।

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট