চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

অনুমোদনহীন পলিথিন কারখানাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক

২ অক্টোবর, ২০২৪ | ১১:৩২ অপরাহ্ণ

ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে অনুমোদনহীন পলিথিন উৎপাদন কার্যক্রম পরিচালনার দায়ে এক কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া উৎপাদিত ২ হাজার ১১০ কেজি পলিথিন বাজেয়াপ্ত করা হয়।

 

বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর রাজাখালীতে এই অভিযান পরিচালনা করেন বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আক্তার কণা।

 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে অনুমোদন বর্হিভূতভাবে পলিথিন উৎপাদন করায় এক কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, সেখানে নীতিমালা বর্হিভূতভাবে উৎপাদিত ২১১০ কেজি পলিথিন বাজেয়াপ্ত করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট