চট্টগ্রাম শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

যুক্তরাষ্ট্রে সম্মানিত হলেন চট্টগ্রামের ড্রামার মিথুন

বিজ্ঞপ্তি

১ অক্টোবর, ২০২৪ | ১০:২৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব ‘আনন্দ মেলা ও লালন মেলায়’ সম্মানিত হয়েছেন চট্টগ্রামের ড্রামার শাহাদাত ওসমান মিথুন। তিনি ইতোমধ্যে দেশ এবং দেশের বাইরে বেশ কিছু মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন।

 

গত জুলাই মাসে লস অ্যাঞ্জেলস এ বাঙালিদের বড় দুটি উৎসব আনন্দ মেলা ও লালন মেলায় মিথুনকে যথাক্রমে সম্মানিত করেন লস অ্যাঞ্জেলস পেরিস সিটি কাউন্সিলের মেয়র মাইকেল এম ভারগাস এবং ক্যালিফোনিয়ারেএসেম্বেলি মেম্বার ড. কোরি এ জ্যাকসন। তারা ড্রামার মিথুনের হাতে সম্মাননা সনদ তুলে দেন।

 

সঙ্গীত জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ লস এঞ্জেলস কর্তৃক প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। সেই ধারাবাহিকতায় এবার সম্মাননা পেলেন চট্টগ্রামের সন্তান ড্রামার শাহাদাত ওসমান মিথুন।

 

দেশের বাইরে সুদুর যুক্তরাষ্ট্রে সম্প্রতি এমন মর্যাদাপূর্ণ সম্মাননা প্রাপ্তির পর কৃতজ্ঞতা প্রকাশ করে মিথুন বলেন, এমন সম্মাননার জন্য আমি লস এঞ্জেলসের আনন্দ মেলা ও লালন মেলা কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। সঙ্গীত জগতে এমন সম্মাননা সত্যিই আনন্দের।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট