চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে বাস্কেট সুপারশপে পচা সবজি ও ফলমূল, লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক 

১ অক্টোবর, ২০২৪ | ৫:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় পচা সবজি ও ফলমূল কেটে বিক্রিসহ নানা অপরাধে বাস্টেক সুপারশপের অপরাশেন ম্যানেজারকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে ইমপেরিয়াল ক্যাফে ও রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মঙ্গলবার (১ অক্টোবর) জাকির হোসেন রোডে এ অভিযান পরিচালনা করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী ও পরিবেশ অধিদপ্তর।

 

অভিযান সূত্রে জানা যায়, বাস্কেট সুপারশপে ৩১ কেজি নিষিদ্ধ পলিথিন মজুদ ও ব্যবহারের দায়ে অপারেশন ম্যানেজার মো. মিজানুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়া সুপারশপটিতে পচে যাওয়া সবজি, ফলমূল কেটে পুনরায় প্যাকেটজাত করা ও বাসি মাছ মাংসে চলমান দিনের ট্যাগ লাগিয়ে প্রতারণা করে বিক্রি করায় প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ৩১ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নিষ্পত্তির নির্দেশ প্রদান করা হয়।

 

এরপর স্বপ্ন সুপারশপে অভিযান চালানো হয়। সেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, মাছ, মাংস, ফলমূল ইত্যাদির দাম ও মান যাচাই করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। তবে স্বপ্ন সুপারশপের ভিতরে ইমপেরিয়াল ক্যাফে ও রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে স্বত্বাধিকারী নিজাম উদ্দীনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট