চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরির দুই ফার্মেসিকে ২ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর ) এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অভিযান তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও সহকারী পরিচালক রানা দেব নাথ।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, নগরীর প্রবর্তক এলাকায় শেভরনের দ্বিতীয় তলায় থাকা মেসার্স শেভরণ ফার্মেসিতে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় ওই ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ওষুধের মূল্য বেশি নেওয়ায় ওই ফার্মেসিকে আরও ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালের ৬ষ্ঠ তলায় থাকা ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ওই ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ জানান, দুটি ফার্মেসিতে মোট ২ লাখ ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর/এএইচ