চট্টগ্রাম রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

চসিকের অফিস সহায়কদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক 

১ অক্টোবর, ২০২৪ | ২:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর টাইগারপাসে চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী অফিস সহায়করা।

 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চসিক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে চসিক প্রশাসক মো. তোফায়েল ইসলাম বরাবরে একটি স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, ২০-২৫ বছর ধরে অস্থায়ীভাবে চট্টগ্রাম সিটি করপোরেশনে চাকরি করছেন তারা। যুবক বয়সে চাকরিতে ঢুকে এখন অনেকে বৃদ্ধ। চাকরি স্থায়ী না হওয়ায় মানবেতর জীবন কাটাচ্ছেন সন্তানদের নিয়ে। মানববন্ধনে ভুক্তভোগী অফিস সহায়করা অংশ নেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট