দুই মাসের বিল বকেয়া থাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিতরণ বিভাগ (পিডিবি)। গতকাল সকালে বিদ্যুৎ কর্মীরা এসে হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এতে ১০০ শয্যার হাসপাতালটি বিদ্যুৎহীন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। বিশেষ করে হাসপাতালে ভর্তি রোগী ও চিকিৎসকরা চরম দুর্ভোগে পড়েছেন। বন্ধ হয়ে যায় অস্ত্রোপচারও। যদিও প্রায় চার ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করে দিলে অচলাবস্থা কাটে। জানা গেছে, প্রায় সাড়ে ছয় লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল চসিক পরিচালিত এ হাসপাতালটির। বিল পরিশোধের জন্য পিডিবির পক্ষ থেকে নোটিশ দেওয়ার পরও পরিশোধ করা হয়নি। যার কারণে সোমবার সকাল ১০টায় নগরীর আলকরণ ওয়ার্ডের কালীবাড়ি এলাকায় অবস্থিত চসিকের মেমন মাতৃসদন হাসপাতালটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বেলা আড়াইটার দিকে বিদ্যুৎ সংযোগ ফের দেওয়া হয়। পিডিবি বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলী চৌধুরী বলেন, হাসপাতালের দুই মাসের বিদ্যুৎ বিল বকেয়া। বিদ্যুৎ বিচ্ছিন্ন করার আগে বিল পরিশোধের জন্য নোটিশ দেওয়া হয়। সময়মতো বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মেমন মাতৃসদন হাসপাতালটিতে মূলত গাইনি ও শিশু চিকিৎসা সেবা দেওয়া হয়। প্রতিদিন হাসপাতালে সাধারণ রোগীদের পাশাপাশি সার্জারি রোগীও চিকিৎসা নিতে আসেন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আগে অন্তত হাসপাতালে ৩৫ জন সার্জারি রোগী ছিল। হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় রোগীরা দুর্ভোগে পড়েন। জেনারেটর চালিয়ে কিছু সেবা চালু রাখলেও এক পর্যায়ে অস্ত্রোপচার বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
পূর্বকোণ/ইব