চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীতে তেলবাহী জাহাজ ‘বাংলার জ্যোতিতে’ আগুন

নিজস্ব প্রতিবেদক 

৩০ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটি এলাকার ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নেভি ও বিমান বাহিনী কাজ করছে।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সকাল ১১টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট আগুন নেভাতে যায়। কিন্তু আগুনের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় আরও ৬টি ইউনিট যুক্ত করা হয়েছে। বর্তমানে ৮টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।

 

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এমটি বাংলার জ্যোতি বেশ পুরানো ট্যাংকার। জাহাজটি বহির্নোঙরে অবস্থান করা মাদার ট্যাংকার থেকে ক্রুড অয়েল খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছানোর কাজ করে।

 

ঘটনার ব‍্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট