চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

অনলাইন ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে ফারহানা ইয়াছমিন রূপা (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন এশিয়ান হাউজিং সোসাইটির জাকির ম্যানশনের ২য় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান।

ওসি বলেন, ‘এশিয়ান হাউজিং সোসাইটির জাকির ম্যানশনের ২য় তলার একটি ফ্ল্যাটের কক্ষ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। 

নিহত গৃহবধূর ভাই শাহ মোজাম্মেল হক টুটুল জানান, আত্মহত্যার আগের দিন নিহত গৃহবধূ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তাতে লিখেন, ‘আমি যদি সুইসাইড করি বা আমার কোন কিছু হয় এর জন্য দায়ি আমার শাশুড়ি। উনি আমাকে মেন্টালি প্রেসার ক্রিয়েট করছেন এটা করার জন্য।’

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট