চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রাম নগরেও শিক্ষার্থীদের হাফ ভাড়া, কার্যকর কাল

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:১৪ অপরাহ্ণ

নগরে বাস মিনিবাসসহ সব ধরনের গণপরিবহনে ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) দিয়ে চলাচল করতে পারবেন শিক্ষার্থীরা। আগামীকাল (শনিবার) থেকেই তিন শর্তে এই সুবিধা পাবেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার নগরীর কাজীর দেউড়ি এলাকায় এক জরুরি সভা করে এই সিদ্ধান্ত নিয়েছেন গণপরিবহন সংশ্লিষ্টরা।

 

সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ, সিটিবাস মিনিবাস হিউম্যান হলার ওনার্স এসোসিয়েশন, গ্রীন সিটি পরিবহন লিমিটেড, শান্তি এক্সপ্রেস প্রাইভেট লিমিটেড, লিটন মোটরস ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড, সিটি সার্ভিস ওনার্স এসোসিয়েশন, লুসাই পরিবহন লিমিটেড এবং চট্টগ্রাম মহানগর বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

 

শিক্ষার্থীদের হাফ পাসের বিষয়ে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নগরে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরিহিত অবস্থায় ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে রেখে ‘হাফ পাস’ সুবিধা গ্রহণ করতে পারবে। গণপরিবহণের দায়িত্বরত কর্মকর্তা বা কর্মচারী চাইলে পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

 

সিটি সার্ভিস ওনার্স এসোসিয়েশেনের সভাপতি তরুণ দাশ গুপ্ত ভানুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শহীদুল ইসলাম সমু, মোহাম্মদ কলিম উল্লাহ, জাফর আহম্মদ, আকরাম শেখ, বদিউল আলম মজুমদার বাদল, মো. শাহজাহান, সিরাজ উদৌল্লাহ নিপু, শহীদ নাঈম সুমন, এনায়েতুর রহিম, টিটু তালুকদার, হাসমত আলী, নুরুল ইসলাম, শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট