চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

ভারতে পালানোর সময় চট্টগ্রামের ছাত্রলীগ নেতা নওগাঁয় ধরা

অনলাইন ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৪৮ অপরাহ্ণ

ভারতে পালানোর সময় চট্টগ্রাম নগর ছাত্রলীগের এক নেতাকে নওগাঁর মহাদেবপুর থেকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বিজিবির সহায়তায় মহাদেবপুর থানা পুলিশ উপজেলার দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করে।

আটক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল আহসান (২৪) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মহাদেবপুর থানার ওসি মো. হাশমত আলী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর আব্দুল্লাহ আল আহসানের নামে চট্টগ্রামের চান্দগাঁও থানায় ৩টি মামলা হয়েছে। এসব মামলার ভয়ে তিনি নওগাঁর ধামইরহাট থানার সীমান্ত দিয়ে পালানোর জন্য মহাদেবপুর উপজেলার তার শশুর বাড়িতে আশ্রয় নেয়।

তিনি জানান, আজ ভোরে দিকে সীমান্ত দিয়ে পালানোর কথা ছিল তার, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এবং পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাতুর ইউপির দেওপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটকের পর দুপুরে আদালতে মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট