চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

অপসোনিন ফার্মার চুরি হওয়া ১৭ লাখ টাকার ৩০ ড্রাম কেমিকেল উদ্ধার

অনলাইন ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:০৭ অপরাহ্ণ

অপসোনিন ফার্মার চুরি হওয়া ১৭ লাখ ২৫ হাজার টাকার ৩০ ড্রাম কেমিকেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (পিআর) কাজী মো. তারেক আজিজ।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আখতারউজ্জামান জানান, গত ১০ সেপ্টেম্বর অপসোনিন ফার্মা লিমিটেড কোম্পানির ১ কোটি ৮৪ লাখ টাকার ৩২০ ড্রাম কেমিকেল ইপিজেড থানাধীন লেবার কলোনির ওভারফ্লো ইয়ার্ড থেকে বরিশাল জেলার কোতোয়ালী থানাধীন রূপাতলী অপসোনিন ফার্মা লিমিটেডের ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার জন্য ৮টি ট্রাক ভাড়া করেন মো. সালাউদ্দিন। পরদিন  রাত ৮টার সময় প্রত্যেকটি গাড়িতে ৪০ ড্রাম লোড করে রওনা হয়। গাড়িসমূহ রওয়ানা দেওয়ার পর প্রত্যেক গাড়ির ড্রাইভার এবং মালিকের সাথে যোগাযোগ রক্ষা করলেও একটি ট্রাকের মালিক ও চালক এলোমেলো কথাবার্তা বলতে থাকে এবং একপর্যায়ে গাড়িতে কিছুটা সমস্যা পরিলক্ষিত হয় বলে নির্ধারিত ভাড়া থেকে কিছু টাকা প্রদান করার জন্য বলেন। ১২ সেপ্টেম্বর সকাল ১১টার সময় বরিশাল জেলার কোতোয়ালী থানাধীন রূপাতলী থেকে প্রতিষ্ঠানের  ম্যানেজার মো. মাকসুদ মোবাইল ফোনে মো. সালাউদ্দিনকে জানান ওই ট্রাকটি  গন্তব্যে পৌঁছায়নি এবং গাড়ির মালিক ও চালকের মোবাইল ফোন দুটি বন্ধ পাওয়া যাচ্ছে। উক্ত ঘটনায় সালাউদ্দিন ইপিজেড থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু হয়।পরে গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ ড্রাম কেমিক্যাল উদ্ধার করা হয়।

পূর্বকোণ/রাজীব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট