চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

চান্দগাঁওয়ে পিকআপসহ আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশের অভিযানে পিকআপসহ আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে তাদের হেফাজত থেকে চুরি হওয়া ডায়না পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- মো. কামরুল মিয়া (৩৭), মো. খোরশেদ আলম প্রকাশ আলিম (৪৩), মো. শহীদুল করিম (৩৫) ও মো. গোলাম হোসেন প্রকাশ সাইদী (২৯)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গত ৯ সেপ্টেম্বর রাতে পিকআপ চুরির ঘটনায় আবুল হোসেন নামের একব্যক্তির থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট