চট্টগ্রাম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

সুপারিতে মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল, চট্টগ্রামে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে নষ্ট-পচা সুপারি পরিষ্কার করে বাজারজাত করায় একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও রানা দেব নাথ ।

সহকারী পরিচালক নাসরিন আক্তার বলেন, চাক্তাই বাজার এলাকায় অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করে নষ্ট-পচা সুপারি পরিষ্কার করায় মেসার্স সালাম স্টোরকে জরিমানা করা হয়। একই বাজারের মিস্টিফুল নামক একটি ব্যাকারির দোকানে অপরিচ্ছন্নতা,পণ্যের মূল্য-মেয়াদ না লেখায় প্রতিষ্ঠানটিতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট