চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

৬ বছরে ১০টি ভুয়া প্রতিষ্ঠানের নামে স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৪ কোটি টাকা লোপাট

অনলাইন ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:০৫ অপরাহ্ণ

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ব্যাংকে যৌথ হিসাব খুলে  ঋণ নিয়ে ৬ বছরে ১০টি হিসাবের বিপরীতে বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংকের ২৪ কোটি টাকা লোপাট করেছে একটি চক্র। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মোট ২৪ কোটি ৭১ লাখ ৪২ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চারজনের এ চক্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন বাদি হয়ে নিজ কার্যালয়ে মামলাটি দায়ের করেন।

 

মামলার আসামিরা হলেন- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড চট্টগ্রামের সিডিএ এভিনিউ শাখার সাবেক এভিপি ও ব্যবস্থাপক মো. তাজুল ইসলাম চৌধুরী (৫৭), একই শাখার এসইও অফিসার কাঞ্চন কুমার দে (৫৭), সাতকানিয়া উপজেলার চরখাগারিয়া গ্রামের ইব্রাহিম চৌধুরীর ছেলে সাইফুল ইসলাম চৌধুরী (৫১) এবং নগরের ডবলমুরিং থানার বাংলাবাজার স্ট্যান্ড রোড এলাকার মৃত আমির হোসেনের ছেলে ইকবাল হোসেন দোভাষ (৬৯)।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট