চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চাক্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি ট্রাক দোকানে,নিহত ৪

অনলাইন ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৪৫ অপরাহ্ণ

বাকলিয়া থানাধীন চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি ট্রাক দোকানে ডুকে পড়েছে। এসময় কয়েকটি যানবাহনকে চাপা দিয়েছে ট্রাকটি । এই ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে শাহ আমানত সেতুর টোলপ্লাজার আগে ওভারব্রিজ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

ট্রাকের ধাক্কায় নিহতদের একজন মো. ফয়সাল (২২) নামের এক মোটরসাইকেল আরোহী। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাংলাপাড়া এলাকার মীর আহমদের ছেলে। শহর থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন ফয়সাল। ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়।

আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে। এরা হলেন—চন্দনাইশ বরকলের এখলাছুর রহমান (৬০), কক্সবাজারের মো. হোসেনের ছেলে নিজাম (২৩), বিজয়নগরের মৃত ইব্রাহিমের ছেলে মো. রফিক (৪০), ষোলশহর সালাম কলোনির মৃত সৈয়দ আলীর ছেলে মতিয়ার (৪৫), চাঁদপুর ফরিদগঞ্জের ফজলুল হক মোল্লার ছেলে কাঞ্চন মোল্লা (৪৫)।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট