চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বিয়ের প্রলোভনে গার্মেন্টস কর্মীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে বিয়ের প্রলোভনে এক গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রেজাউল করিমকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে বায়েজিদ থানাধীন রৌফবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ-উল আলম।

গ্রেপ্তার মো. রেজাউল করিম লালমনিরহাট জেলার হাতিবান্দা থানাধীন দইখাওয়া এলাকার মৃত সিরাজ আলীর ছেলে।

শরীফ-উল আলম জানান, ভুক্তভোগী মর্জিনা ( ছদ্মনাম) সিইপিজেডের একটি গার্মেন্টসে চাকরির সুবাদে মো. রেজাউল করিমের সাথে পরিচয় হয় এবং পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে রেজাউল ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভিকটিমের বাসস্থানে এসে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে ভিকটিম  বিবাহের জন্য চাপ প্রয়োগ করলে সে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকে। এছাড়া গত ৩ জুলাই মো রেজাউল করিম ভিকটিমের বাসায় গিয়ে জোরপূর্বক তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনা কাউকে বললে ভিকটিম এবং তার পরিবারের বড় ধরনের ক্ষতি করবে বলে তাকে হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে নগরীর বন্দর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট