চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০২৪ | ৪:০০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কর্নেল হাট এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করায় পাঁচটি দোকানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, রানা দেব নাথ ও নাসরিন আক্তার।

 

উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, কর্নেল হাট বাজার এলাকায় ডিম, মুরগী, বিভিন্ন ধরনের সবজি,  পেঁয়াজ, রসুন আদাসহ নিত্য প্রয়োজনীয়  পণ্যের মূল্য  স্থিতিশীল  রাখার লক্ষ্যে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় ফজল গণির ডিমের  দোকানকে ১ হাজার টাকা, সনজিতের ডিমের  দোকানকে ৩ হাজার টাকা, ওয়াসিমের সবজির দোকানকে-২ ৫ হাজার টাকা, ওয়াসিমের সবজির দোকানকে-১ ৫ হাজার টাকা এবং আজাদ স্টোরকে ১  হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট