চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চান্দগাঁওয়ে গৃহকর্মীর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর নিউ চান্দগাঁও আবাসিক এলাকা থেকে  জেসমিন আক্তার (১৮) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নিউ চান্দগাঁও আবাসিকের ৭ নং রোডের শহীদুল নামের এক ব্যক্তির বাসা থেকে এই লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) হিরো বড়ুয়া।

জেসমিন লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবির বিলা এলাকার নূর মোহাম্মদের মেয়ে। 

জেসমিনের নানা মো. আবছার জানান, আমরা ধারণা করছি আমার নাতনীকে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। 

উপ পরিদর্শক (এসআই) হিরো বড়ুয়া বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বাকিটা ময়না তদন্তের পর জানতে পারব।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট