চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টার্ফের দখল নিয়ে ছাত্রদলের ‘দু গ্রুপের’ সংঘর্ষ, নিহত ১

অনলাইন ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে একটি টার্ফের দখল নিয়ে সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি সূত্রে  এ তথ্য জানা গেছে।

 

এর আগে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।

 

চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বড়ুয়া জানান, পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই একটা টার্ফ কোর্ট আছে। সেটার দখল নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় দুই পক্ষের মধ্যে। এ সময় দুজন ছুরিকাঘাতে আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে জুবায়ের উদ্দীন বাবু নামে একজনের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট