চট্টগ্রামে কিশোর সাকিব হত্যা মামলার প্রধান আসামি মো. করিমকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার করিম নগরীর কালামিয়া বাজার এলাকার মৃত আবদুস শুক্কুররের ছেলে।
র্যাব জানায়, নিহত মো. সাকিব (১৮) বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকার ফিরোজা বেগমের ছেলে। ভুক্তভোগীর পরিবারের সঙ্গে প্রতিবেশী মো. করিমের আগে থেকেই বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৫ আগস্ট সাকিবকে কৌশলে বাসা থেকে ডেকে পার্শ্ববর্তী আমিনের দোকানের সামনে নিয়ে যান করিম। সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া করিমের সহযোগীরা সাকিবকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। পরে হাসপাতালে মারা যান সাকিব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরীফ-উল-আলম। তিনি বলেন, কিশোর সাকিব হত্যা মামলার প্রধান আসামি করিম। তাকে এক্সেস রোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়।
পূর্বকোণ/এএইচ