চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

পতেঙ্গা থানা ভাঙচুর মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা ভাঙচুর মামলার আসামি মাসুদ করিমকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুদ করিম চট্টগ্রাম পতেঙ্গা ফুলছড়ি পাড়ার নুর মোহাম্মদ ছেলে। সে অনেকের কাছে ‌‘কুত্তা’ মাসুদ হিসাবে পরিচিত।

জানা যায়, চট্টগ্রাম পতেঙ্গা সী বিচে চাঁদাবাজি ভূমিদস্যুতায় লিপ্ত ছিলেন মাসুদ। তার অপকর্মের প্রতিবাদ করলে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। তিনি জানান, তার বিরুদ্ধে এর আগের চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে। থানা ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট