চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চসিকে কাউন্সিলরবিহীন ১৪ ওয়ার্ডের তদারকিতে তিন কর্মকর্তা

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলরের অনুপস্থিতির সময়ে জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ তদারকির জন্য তিন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার (১৮ জুলাই) রাতে চসিকের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

মূলত কাউন্সিলররা অনুপস্থিত থাকাকালে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধক’ হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়োগপ্রাপ্ত তিন কর্মকর্তা। পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসগুলোর স্টাফদের হাজিরা, বেতন—বোনাসসহ  বিভিন্ন বিষয় তদারকি করবেন। এর মধ্যে চসিকের ৭, ৯, ১১,১৩ এবং ২৬ নম্বর ওয়ার্ডের জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব পেয়েছেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। চসিকের ৪,৬,১৮ এবং ১৯ নং ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন চসিকের আঞ্চলিক কর্মকর্তা শাহরীন ফেরদৌসী এবং ১৫,২১,২৩,২৫ ও ৩৮ নং ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন সংস্থাটির আঞ্চলিক কর্মকর্তা রক্তিম চৌধুরী। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট