চট্টগ্রাম শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

চবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বুধবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে নিয়োগ দেয়া হয়।

 

অধ্যাপক ড. ইয়াহ্ইয়া ১৯৮২ সালে চবির রাজনীতি বিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন। সেখানে শিক্ষকতায় যোগদানের আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলু থেকে একই বিষয়ে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

 

অধ্যাপক ড. ইয়াহ্ইয়া রাজনীতি, সমাজতত্ত্ব ও লোকপ্রশাসন বিষয়ে গবেষণামূলক লেখালেখির পাশাপাশি আন্তর্জাতিক সমস্যা এবং সমসাময়িক রাজনীতি নিয়ে পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট