চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৫:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নানা অপরাধে তিনটি সবজির দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

রবিবার (১৫ সেপ্টেম্বর) নগরীর বহদ্দারহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ।

 

উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, বহদ্দারহাট বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় নাজেমের সবজির দোকানকে ৫ হাজার, মামুনুর রশীদের সবজির দোকানকে ৫ হাজার এবং কারচুপির মাধ্যমে ক্রয় ভাউচার না রেখে ক্রয় মূল্য বেশি দেখিয়ে মূল্য বৃদ্ধি করে কাঁচামরিচসহ বিভিন্ন ধরনের দ্রব্যাদি বিক্রির দায়ে ওয়াহেদের সবজির দোকানকে ৬ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এছাড়াও অভিযান শেষে বহদ্দারহাট বাজারের সকল ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে একটি মতবিনিময় সভা করা হয়েছে। মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সকল কর্মকর্তা এবং ক্যাব চট্টগ্রামের সভাপতিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন ।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট