চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে পাহাড় কাটার দায়ে মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের আকবর শাহ থানাধীন বায়েজিদ লিংক রোড এলাকায় পাহাড় কাটার অভিযোগে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে।

 

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদে পরিবেশ অধিদপ্তর ও সিএমপি পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী।

 

অভিযানে মো. আকতার নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি পাহাড় কেটে রেস্টুরেন্ট নির্মাণের সাথে জড়িত ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার না করায় নিয়মিত মামলা দায়েরের জন্য পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়।

 

নির্মীয়মান রেস্টুরেন্ট পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ভেঙে দেয়া হয়। এছাড়া একই পাহাড়ের উপরে তিনটি টিনের ঘর ভেঙে দেয়া হয়। যেগুলোতে মনির নামের জনৈক ব্যক্তি ভাড়ার মাধ্যমে দখলে রেখেছিলেন।

 

উল্লেখ্য, মনিরকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এছাড়া এই পাহাড়ের বিভিন্ন অংশে নির্মিত বৌদ্ধ মন্দির ও অন্যন্য স্থাপনার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট