চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বন্যায় ৩ হাজারেরও বেশি পরিবারকে ত্রাণ দিয়েছে রোটারি ক্লাব অফ চিটাগং এরিস্টোক্রেট

অনলাইন ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:০৪ অপরাহ্ণ

রোটারি ক্লাব অফ চিটাগং এরিস্টোক্রেট এর রেগুলার সভা নগরীর সনামধন্য রেস্টুরেন্ট মিল সিটিতে অনুষ্ঠিত |সম্প্রতি ক্লাব প্রেসিডেন্ট রোটা: এস. এম. মুহিবুর রহমান সভাপত্বিতে রোটারি ক্লাব অফ চিটাগং এরিস্টোক্রেট এর রেগুলার সভা নগরীর স্বনামধন্য রেস্টুরেন্ট মিল সিটিতে অনুষ্ঠিত হয় ।

ক্লাব প্রেসিডেন্ট এস. এম. মুহিবুর রহমান ক্লাবের এর বিভিন্ন কার্যক্রম নিয়ে বলতে গিয়ে বলেন সম্প্রতি বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ত্রান প্রদানে সার্বিক সহযোগিতায় এ কে খান গ্রুপ এর ভূমিকা বিশাল প্রশংসার দাবিদার এবং পাশাপাশি শহরের বিভিন্ন রোটারি ক্লাব ও রোটারেক্টরদের সরাসরি অংশগ্রহন ক্লাবের সকলের মাঝে আশার আলো জাগিয়েছে ।

এ কে খান গ্রুপ এর হেড অফ হিউমান রিসোর্সেস রোটারিয়ান মাফরুর হক এর সার্বিক সহযোগিতা বন্যায় কবলিত ৩০০০ হাজারেরও বেশি পরিবারের জন্যে ত্রান সামুগ্রী দুর্যোগ অঞ্চলে পাঠানোর জন্যে উদ্যোগ নেয়া হয়| পরবর্তীতে ফটিকছড়ি , ফেনী এবং নোয়াখালীতে দুর্গত মানুষের মাঝে এই ত্রান সামগ্রী সুন্দরভাবে বন্টন ও পোঁছে দিতে পেরে ক্লাবের সকল রোটারিয়ান ও রোটারেক্টরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্লাব প্রেসিডেন্ট ।

প্রেসিডেন্ট সকল রোটারিয়ানদের প্রাণবন্ত উপস্থিতি রেগুলার সভাকে অনেক বেশি দৃশ্যমান করেছে এবং সামনের দিনে ক্লাবের সকল কার্যক্রমে সকলের উপস্থিতি কামনা করেন |পরিশেষে প্রেসিডেন্ট ইলেক্ট নোমান বিন জহির উদ্দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাবের সভার সমাপ্তি করেন ।

পূর্বকোণ/ইমরান/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট