চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চকবাজার থানায় কাউন্সিলর টিনুসহ ৯০ জনের নামে মামলা

অনলাইন ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:১৬ অপরাহ্ণ

নগরীর গুলজার টাওয়ারের কম্পিউটার গ্যালারি নামক দোকানে হামলার ঘটনায় চকবাজার থানায় কাউন্সিলর টিনুসহ ৯০ জনের নামে মামলা করেছেন মো.হাবিব উল্ল্যাহ নামের এক ব্যক্তি। বুধবার (১১ সেপ্টেম্বর) চকবাজার থানায় গত ৭ সেপ্টেম্বরের এই ঘটনায় তিনি মামলাটি করেছেন বলে জানা গেছে। এতে অজ্ঞাত আর ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

 

মামলায় চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর নুর মোস্তফা টিনু, সাদাম হোসেন ইভান, নাইমুল হাসান তুষার, আবতাহী কবির ওয়াসী, আব্দুল জিলানি, মো.শাহেদসহ ৯০ জনের নাম উল্লেখ করা হয়। 

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট