চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৩ ওসিকে বদলি

অনলাইন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৬টি থানার মধ্যে ১৩ জন ওসিকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা আলাদা আলাদা আদেশে তাদের পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বদলি হওয়া ১৩ থানার ওসি হচ্ছেন– খুলশী থানার ওসি মো. কবিরুল ইসলামকে পিবিআইয়ে, চান্দগাঁও থানার জাহিদুল কবিরকে ট্যুরিস্ট পুলিশে, কোতয়ালি থানার এসএম ওবায়দুল হক ও চকবাজার থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবরকে নৌ-পুলিশে, সদরঘাট থানার মোহাম্মদ ফেরদৌস জাহান ও ডবলমুরিং থানার ফজলুল কাদের পাটোয়ারীকে সিআইডিতে, হালিশহর থানার মো. কায়সার হামিদকে নৌ-পুলিশে, পাহাড়তলী থানার মোহাম্মদ কেফায়েত উল্লাহকে ট্যুরিস্ট পুলিশে, আকবর শাহ থানার গোলাম রব্বানীকে নৌ পুলিশে, কর্ণফুলী থানার মোহাম্মদ জহির হোসেনকে পিবিআইয়ে, বন্দর থানার মো. মনজুর কাদের মজুমদার, ইপিজেডের মোহাম্মদ হোছাইন ও পাঁচলাইশের সন্তোষ কুমার চাকমাকে সিআইডিতে বদলি করা হয়েছে। 

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট