ভিজা খাবারের সাথে তেলাপোকার বিষ্ঠা এবং বিড়ালের মল পাওয়ায় চট্টগ্রারেম এক মুদি দোকানিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার চট্টগ্রাম নগরীর অক্সিজেন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এই জরিমানা আদায় করেন।
এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং দামের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হওয়ায় দুইটি সবজির দোকানকে ৪ হাজার টাকা। ক্রয় রশিদ দেখাতে না পারায় এবং দামের মধ্যে পার্থক্য থাকার অভিযোগে একটি মুরগির দোকানকে ৩ হাজার টাকা। পণ্যে গায়ে মুল্য লিখা না থাকায় এবং ময়লাযুক্ত ময়দা বিক্রির অভিযোগ এম এইচ ট্রেডার্স নামে একটি মুদির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় উপ পরিচালক ফয়েজ উল্লাহ।
পূর্বকোণ/আরআর/পারভেজ