চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে ‘ঘুষ বাণিজ্যের’ সত্যতা পেয়েছে চসিক

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৭:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) ঘুষকাণ্ডে আলোচিত হিসাবরক্ষক মাসুদুল ইসলামকে ‘গুরুতর অপরাধে’ অভিযুক্ত করেছে তদন্ত কমিটি। করা হয়েছে বিভাগীয় মামলা। এর পর বিধি মোতাবেক কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।

 

সোমবার (৯ সেপ্টেম্বর) চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘হিসাব বিভাগের হিসাবরক্ষক মাসুদুল ইসলামের বিরুদ্ধে ‘দৈনিক পূর্বকোণে ঘুষ গ্রহণের প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী গুরুতর অপরাধে অভিযুক্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে আত্মপক্ষ সমর্থন করতে বলা হয়েছে।’

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট