চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা পুলিশের কব্জায়

নিজস্ব প্রতিবেদক

৭ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৫৩ অপরাহ্ণ

ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রামে ফজলুল করিম চৌধুরী নামে যুবদলের এক নেতাসহ দুজনকে আটক করে সেনাবাহিনী। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের হালিশহর এলাকার ওয়াপদা এলাকায় এই ঘটনা ঘটে। চট্টগ্রামে আমদানি করা লোহার স্ক্র্যাপ বহনকারী ট্রাক আটকে তারা চাঁদাবাজি করছিল বলে জানা যায়।

 

আটক ফজলুল করিম চৌধুরী সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক বলে জানিয়েছে স্থানীয় এবং পুলিশ সূত্র। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম জানান, সেনাবাহিনীর সদস্যরা তাকে থানায় আটক করে দিয়ে গেছে। আমরা তার রাজনৈতিক পরিচয় জানি না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট