চট্টগ্রাম ওয়াসার এমডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর বিরুদ্ধে ওঠা দুর্নীতি-অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে চট্টগ্রাম ওয়াসায় যায় তদন্ত দল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওয়াসার বিভিন্ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি, পানি চুরি, প্রকল্পগুলো সময়মত শেষ না হওয়া, বিভিন্ন প্রকল্পের নথিপত্র পর্যালোচনাসহ চট্টগ্রাম ওয়াসার এমডির বিরুদ্ধে ওঠা সব অনিয়মের তদন্ত করছে তদন্ত দলটি।
তদন্ত দলের প্রধান মো. মাহমুদুল হাসান জানান, ১৪ বছর ধরে টানা চট্টগ্রাম ওয়াসার এমডি পদে থাকা প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে দুর্নীতির খবর আসার পর সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে। এসব বিশ্লেষণ করে সাত দিনের মধ্যে প্রতিবেদন সরকারের কাছে জমা দেবেন বলে জানান তদন্ত দলের প্রধান মাহমুদুল হাসান।
পূর্বকোণ/জেইউ/পারভেজ