চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় মাছে রং দেয়াসহ নানা অপরাধে চার ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) চকবাজার এলাকার কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।
ফয়েজ উল্যাহ জানান, চকবাজারে মাছে রং দেওয়ার অপরাধে শাহাজাহান নামে একব্যক্তিকে ৩ হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করায় ইলিয়াস মাংসের দোকানকে ১ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ ও এমআরপিবিহীন পণ্য বিক্রি করায় বিনিময় স্টোরকে ১০ হাজার টাকা ও মূল্যতালিকা প্রদর্শন না করায় খাজা মাংসের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পূর্বকোণ/পিআর/এএইচ