চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেল পথচারীর

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২৪ | ১২:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের পতেঙ্গায় বাসচাপায় নুরুল আবছার (৫২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি পতেঙ্গা স্টিলমিল এলাকার ছগীর আহম্মদের ছেলে।

 

বুধবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৮টায় কাটগড় মোড়ে মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস বৃদ্ধ পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাসটি আটক করে। তবে বাস চালক পালিয়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কিরণ হোসেন। তিনি পূর্বকোণকে বলেন, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে তার মৃত্যু হয়। তিনি নৌবাহিনীর সাবেক সদস্য। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট