চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামসহ ৫ মহানগরের পুলিশ কমিশনার বদলি

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৪ | ৩:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামসহ পাঁচটি মহানগরের পুলিশ কমিশনারকে বদলি করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম মহানগরীর পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সাইফুল ইসলামকে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।

 

এছাড়া রাজশাহী মহানগরীর পুলিশ কমিশনার (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদারকে টিএন্ডআইএমে সংযুক্ত, সিলেট মহানগরীর পুলিশ কমিশনার (ডিআইজি) মো. জাকির হোসেন খানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) সংযুক্ত, গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মাহবুব আলমকে রেলওয়ে পুলিশে সংযুক্ত এবং বরিশাল মহানগরীর পুলিশ কমিশনার (ডিআইজি) জিহাদুল কবিরকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) সংযুক্ত করা হয়েছে।

 

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট